অপ্রতিরোধ্য নেইমার-এমবাপ্পেকে ঠেকাতে পারবে বায়ার্ন মিউনিখ! মেশিন লেভা ও নাব্রিকে রুখে দিতে পারবে পিএসজির রক্ষণভাগ! আজ রাতেই পাওয়া যাবে ফলাফল। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় রাতটি-ই যে আজ। যেখানে ফাইনালে মুখোমুখি দুই পরাশক্তি। একজন জার্মানির একজন ফ্রান্সের। ইউরোপের এই দুই ক্লাবই আজ নিজেদের উজাড় করে দিতে মাঠে নামছেন। বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার) রাত ১ টায় শুরু হবে ম্যাচটি। যার সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।
শক্তিমত্তায় কে এগিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে লড়াইটা যে জমজমাট হতে যাচ্ছে তা নিশ্চিত অনেকেই। এবারের মৌসুমে বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে বায়ার্ন। জার্মানির সেরা দল বলতে এক নামে মিউনিখের এ দলই। অন্যদিকে ফরাসি লিগ ও ফরাসি কাপ জিতেছে পিএসজি। ইতিমধ্যে নিজ দেশের ক্লাব বায়ার্নকে সতর্ক করেছেন জার্মানের কিংবদন্তি ফ্রেঞ্জ বেকেনবাওয়ার। তার মতে, দুই দলের সম্ভাবনা সমানে সমান। পিএসজিকে কোনোমতেই হালকাভাবে নেয়া যাবে না। পরিসংখ্যান তাই বলছে। চলতি মৌসুমে বায়ার্ন সব ম্যাচ জিতলেও মুখোমুখি দেখায় এগিয়ে আছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে আট বার। এর মধ্যে পাঁচবার জিতেছে পিএসজি, তিনবার জিতেছে বায়ার্ন। তবে ফুটবল যেহেতু গোলের খেলা, সে কথার বিবেচনায় বায়ার্নকে এগিয়ে রাখতে চাইছেন অনেকেই। চলতি মৌসুমে বায়ার্ন ফরোয়ার্ডদের ফিনিশিং ছিল দুর্দান্ত। সাম্প্রতিকতম ম্যাচগুলোর মধ্যে দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৭-১৮ চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে। প্রথম লেগে নিজেদের মাঠে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি, ব্রাজিলের রাইটব্যাক দানি আলভেস ও উইঙ্গার নেইমারের গোলে জিতে যায় পিএসজি। দ্বিতীয় লেগে জয় যায় বায়ার্নের ঘরে। জোড়া গোল করেন ফরাসি মিডফিল্ডার কোরেন্তিন তোলিসো, এক গোল করেন স্ট্রাইকার রবার্ট লেফানডফস্কি। পিএসজির হয়ে সান্ত্বনার গোলটা ছিল কিলিয়ান এমবাপ্পের।