গফরগাঁও উপজেলার পৌর শহরের ৫নং ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় মা ইলেকট্রিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক লিটন মিয়ার বাসায় শনিবার গভীর রাতে দূর্ধষ চুরি সংগঠিত হয়।
চোর এসময় বাসায় কেউ না থাকায় ১টি স্টীলের আলমিরা,ওয়াল সুকেশ ভেঙ্গে ৩টি স্বর্ণের চেইন,১টি স্বর্ণের লকেট, ৩টি হাতে চুড়ি ও ৩টি আংটি সহ ১টি ২১হাজার টাকা মূল্যের মোবাইল, নগদ ২লক্ষ ৮৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
ব্যবসায়ী লিটন বলেন, আমরা পরিবারের সদস্য সবাই বাড়ির কাছে ধর্মীয় সভা শুনেতে গিয়েছিলাম বলে জানান।এই সুযোগে রাতের কোন এক সময়ে ঘরের তালা ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে সবক’টি আলমারি ও সুকেশের তালা ভেঙ্গে জিনিসপত্র নিয়ে যায় এবং মূল্যবান কাগজপত্র তছনছ করে।রাতে ঘরে ফিরে আসার পর দেখি বাসার সব কক্ষের মালামাল চুরি হয়েছে এবং এলোমেলো ও তালা ভাঙ্গা।
এ ব্যপারে ব্যবসায়ী লিটন বাদী হয়ে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, বিষয়টি তদন্তে গিয়েছিলো পুলিশ।অভিযোগ পেলে
তদন্তের পর ব্যবস্থা নিবো।