ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে থানা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে চরআলগী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাছুদুজ্জামান মাছুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপ পরিদর্শক আব্দুল লতিফ, ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন,পুলিশ সমাজের শান্তি-শৃঙ্খলা ও মানুষের জানমাল রক্ষার অতন্দ্র প্রহরী। শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে স্হানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতা নিয়ে ইভটিজিং, বাল্যবিয়ে, নারী নির্যাতন, মাদক, জুয়া ও জঙ্গিবাদ নির্মূল আমরা কাজ করে যাচ্ছি।