ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে ,সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এই প্রতিপাদ্য নিয়ে
মঙ্গলবার বিকেলে গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শাখা সন্মেলনে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে কমিটি নির্বাচিত হয়। গোলাম মোহাম্মদ ফারুকীকে সভাপতি ও রোবেল মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী ময়মনসিংহ জেলা সংসদের সাধারণ সম্পাদক শিশুতোষ তালুকদার। আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির কোষাধ্যক্ষ মৃদুল স্যানাল,জামাল উদ্দিন প্রমুখ। পরে নতুন কমিটিকে শপথ করান জেলা সংসদের সাধারণ সম্পাদক যিশুতোষ তালুকদার।