গফরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কান্দিপাড়ায় আব্দুর রহমান ডিগ্রি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল কাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আসম শাহ আলম সিদ্দীকি পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান,নাদেরুজ্জামান,সহকারি অধ্যাপক নূর আবেদীন বাবুল,শিক্ষক সম্পাদক মোসাব্বেরুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন কলেজ শিক্ষার্থীরা।