নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের খারূয়া বাড়াইলে গ্রাম বৈঠক করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গফরগাঁও উপজেলা শাখা। আজ শনিবার (১২ মার্চ) বিকালে খারুয়া বড়াইল বালিকা স্কুল মোড়ে স্হানীয় সিপিবি কর্মী রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিস্ট নেতা ক্ষেতমজুর সমিতির গফরগাঁও উপজেলা শাখার সভাপতি কমরেড আজিম উদ্দিন মাষ্টার, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন, কমরেড লুৎফর রহমান কাজল ঢালী প্রমুখ।
বৈঠক শেষে জামাল উদ্দিনকে সভাপতি ও মিয়াজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কর্মী গ্রুপ গঠন করা হয়েছে।