গফরগাঁও থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী ও পরোয়ানাভূক্ত একজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরআলগী ইউনিয়নের মোস্তফা জামান ও শরীফুল ইসলাম।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত পলাতক হত্যা মামলার আসামী চরআলগী ইউনিয়নের নাজিম উদ্দিনের ছেলে মোস্তফা জামানকে পৌরসভার পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানাভুক্ত অপর আসামী শরীফুলকে চরআলগী ভাটিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফারুক আহম্মেদ বলেন, হত্যা মামলার পলাতক আসামী ও পরোয়ানাভূক্ত আসামী দুইজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।