ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে বৃহস্পতিবার সকালে রৌহা গ্রাম থেকে এক অজ্ঞাত ব্যক্তি (৪৫) লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ।
নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও খালি গায়ে ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন রৌহা এলাকা অতিক্রম করার সময় ওই অজ্ঞাত ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।স্থানীয়রা জিআরপি পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।নাম পরিচয় খোঁজে বের করার চেষ্টা চলছে।