ময়মনসিংহের গফরগাঁওয়ে লামিয়া নামে ৬ বছরের এক শিশু অটো রিকশার চাপায় নিহত হয়েছে।
লামিয়া গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের ছুবান মিয়ার মেয়ে।
সোমবার (১৯শে) ডিসেম্বর আনুমানিক সকাল আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লামিয়া উথুরী খানাবাড়ি মসজিদে মক্তবের পাঠ শেষে বাড়ি ফেরার পথে গফরগাঁও টু বরমী সড়কের মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা জান।
স্থানীয়রা অটোরিকশা আটক করলেও পালিয়ে যান ঘাতক ড্রাইভার খাইরুল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।